আইন-আদালত

ছাত্রকে বলাৎকার : মাদরাসা শিক্ষকের বিচার শুরু

এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় ফাইজুল উলুম কওমি মাদরাসার শিক্ষক ফয়সালের (২২) বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

Advertisement

বুধবার (১০ জুলাই) ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মারুফ চৌধুরী আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত বছরের ১১ আগস্ট সাভার মডেল থানায় ফাইজুল উলুম কওমি মাদরাসার শিক্ষক মো. ফয়সালের বিরুদ্ধে বলাৎকারের ঘটনায় মামলা করেন শিশুটির মা। পরে ওই ঘটনায় শিক্ষক মো. ফয়সালকে গ্রেফতার করে সাভার থানা পুলিশ। দীর্ঘ নয় মাস কারাগারে থাকার পর আসামি ফয়সাল ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে জামিন পান।

মামলার অভিযোগে শিশুটির মা উল্লেখ করেন, ‘আমার ছেলে ফাইজুল মাদরাসার আবাসিক বোর্ডিংয়ে থেকে পড়ালেখা করত। ২০১৮ সালের ১০ আগস্ট দুপুর ১২টায় আমার ছেলেকে মাদরাসা থেকে ওই শিক্ষক বাসায় দিয়ে যায় এবং বলে পরদিন আবার মাদরাসায় পাঠিয়ে দিতে। পরে আমার ছেলে আর মাদরাসায় যেতে চায় না। আমি তাকে জিজ্ঞেস করলে সে বলে, মাদরাসার শিক্ষক ফয়সাল তাকে বিভিন্ন সময়ে বলাৎকার করে।'

Advertisement

গত বছরের ৭ ডিসেম্বর সাভার মডেল থানার উপ-পরিদর্শক জামাল হোসেন আসামি ফয়সালের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

জেএ/এমএআর/পিআর