ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, হজযাত্রীদের জন্য ২০১৯ সালে বরাদ্দ করা বিমানের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ফলে এ বছর বিমানের ফ্লাইট বিপর্যয় ঘটার সম্ভাবনা নেই। বুধবার সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি বেগম আদিবা আনজুম মিতার প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। সাংসদ নূর মোহাম্মদের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতি বছর হজযাত্রীদের সৌদি আরব গমনের সময় মধ্যস্বত্বভোগী অসাধু চক্রের কারণে যে হয়রানি ও প্রতারণার শিকার হতে হয়, তার সঙ্গে কিছু কিছু হজ ও ওমরাহ এজেন্সির স্বত্বাধিকারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বাংলাদেশ ও সৌদি আরবে হজ অথবা ওমরাহযাত্রী অথবা অপর কোনো সংক্ষুদ্ধ ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাপ্ত, দাখিলকৃত অভিযোগ তদন্তে প্রমাণিত হলে জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৪০ হিজরি-১৯ এর ২৪.২ অনুচ্ছেদ অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হয়।’
Advertisement
সংরক্ষিত নারী সাংসদ বেগম আদিবা আনজুম মিতার প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘বিমানে টিকিট ইস্যুকৃত সব ব্যক্তি যথাযথভাবে সৌদি আরব গিয়ে হজ পালন করতে পারেন। কোনো কারণে বিমানের ফ্লাইট বাতিল হলেও বিকল্প বিমানে তাদের হজে পাঠানো হয়। এ বছর বিমানের সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাই আশা করা যায়, এবার বিমানের ফ্লাইট বিপর্যয় ঘটবে না।’
এইচএস/এসআর/পিআর
Advertisement