চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বার্মিজ পাইথন প্রজাতির একটি অজগর সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। দুই ফুট দৈর্ঘ্যের সাপটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন মেডিকেল সংলগ্ন শাহ আলমের বাসা থেকে বুধবার বিকেলে উদ্ধার করে স্নেক হাউজে নিয়ে আসা হয়।
Advertisement
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রফিক। বাচ্চা সাপটি দেখার পর তাকে জানানো হয়। পরে বিভাগের শিক্ষককের সঙ্গে কথা বলে সেটি উদ্ধার করে আনেন।
তিনি জাগো নিউজকে বলেন, সাপটি সুস্থ আছে। ধারণা করা হয়েছে জন্মের পর খাবারের সন্ধানে বাসায় আশ্রয় নেয় সাপটি। বর্তমানে স্নেক হাউজে এনে খাবার দেয়া হচ্ছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর সাপটি পাহাড়ে ছেড়ে দেয়া হবে।
আবদুল্লাহ রাকীব/এমএএস/জেআইএম
Advertisement