সরকারের অতিউৎসাহী লোকজন শিক্ষাকে পণ্য বানিয়েছে। তারা বাংলাদেশের তরুণদেরকে উচ্চ শিক্ষিত দেখতে আগ্রহী নন। তাই শিক্ষায় করারোপের মতো বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ কথা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, যে সরকার ভোটে নির্বাচিত নয়, যারা ক্ষমতা কুক্ষিগত করেছে। তারা কখনো দেশের মানুষের ভালো চাইবে না এটাই স্বাভাবিক।তারা বলেন, শিক্ষা ব্যবস্থায় করারোপ নিয়ে এনবিআর এবং অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এমন আইন করে ছাত্রসমাজকে বিভ্রান্ত করতে চাইছে। তা না হলে তারা কি এটা বুঝতে অক্ষম, প্রতিষ্ঠানের ওপর করারোপ করা হলে তার দায়ভার প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবার উপরই পড়বে।বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে দেশের ছাত্রসমাজ যখন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে, তখন তাদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা কোনভাবেই বরদাস্ত করা হবে না। তারা যদি ভাবে জুলুম, নির্যাতন আর আক্রমণ করে ছাত্রদের কণ্ঠরোধ করা যাবে, তাহলে সেটা তাদের ভুল ভাবনা। সম্মিলিতভাবে একত্রিত হয়ে সরকারের সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান তারা।এমএম/এএইচ/পিআর
Advertisement