টিউবওয়েলের পানি পান করে ইউপি চেয়ারম্যান সুস্থ হয়েছেন বলে গণমাধ্যমকে জানালেও সেই চেয়ারম্যানই নিজ হাতে টিউবওয়েলটি রাতের আঁধারে উঠিয়ে নিলেন। সরিয়ে নিয়েছেন সেখানে স্থাপন করা মটরটিও। প্রতারণা ও গুজব রটিয়ে দেয়ার ঘটনায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কঠোর নির্দেশে অবশেষে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল টিউবওয়েলটি তুলে নিতে বাধ্য হলেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুরের একটি মাঠের ধারে মেহগনি বাগানের আলোচিত সমালোচিত সেই সর্বরোগের ওষুধ টিউবওয়েলটিকে ঘিরে এখন আর কোনো ভিড় নেই, আসছে না বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নারী-পুরুষ।
স্থানীয়রা জানিয়েছেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশে মঙ্গলবার রাত ১১টার দিকে টিউবওয়েলটি অপসারণ করা হয়। সেখানকার চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল টিউবওয়েলটি তুলে নেন। এর আগে গতকাল সন্ধ্যার দিকে কয়েকজন সংবাদকর্মী জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে সেখানে নারীদের ইভটিজিং, উশৃঙ্খল যুবকদের আনাগোনা, আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা এবং টিউবওয়েলের পানিতে রোগ মুক্তির গুজবটি চারিদিকে ছড়িয়ে পড়ায় তা বন্ধের কথা বলেন। তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন এবং তাৎক্ষণিক সেখানকার চেয়ারম্যানকে টিউবওয়েলটি উঠিয়ে নেয়ার নির্দেশ দেন।
টিউবওয়েলটি সরিয়ে নেয়ার সময় বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দেলোয়ার হোসেন, এএসআই আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
Advertisement
প্রসঙ্গত, গত রমজানে মধুহাটি ইউ নিয়ন পরিষদের উদ্যোগে মাঠের কৃষকদের পানি পানের জন্য একটি টিউবওয়েল স্থাপন করা হয়। গত সপ্তাহ দুয়েক আগে গুজব রটিয়ে দেয়া হয়, কে যেন স্বপ্ন দেখেছে এই নলকূপের পানি পান করলে রোগ মুক্তি হচ্ছে। এরপর থেকে প্রতিদিন হাজার হাজার লোক রোগ মুক্তির আশায় পানি পান করতে এই নলকূপে ভীড় করছিল।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/এমকেএইচ