দেশজুড়ে

৫শ কিলোমিটার পরিভ্রমণে সাতক্ষীরার ৩ রোভার স্কাউট

‘শিক্ষিত তরুণ ও সমৃদ্ধ জাতি গঠনে রোভারিং’ স্লোগান বুকে ধারণ করে সচেতনতা বাড়াতে সাতক্ষীরা সরকারি কলেজের তিন রোভার স্কাউট আজ ৫শ কিলোমিটার পরিভ্রমণে রওনা দিচ্ছেন। পাঁচ দিনের পরিভ্রমণে রোভার স্কাউটরা ১০ জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় করবেন। শনিবার সকাল ৭টায় সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষসহ শিক্ষকমণ্ডলী রোভার স্কাউটদের বিদায় জানাবেন। সাতক্ষীরা সরকারি কলেজের রোভার নেতা মো. তোফায়েল হোসেন ও আ, ন, ম গাউছার রেজা জাগো নিউজকে জানান, রোভার স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট রোভার স্কাউট অর্জনের জন্য সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ক ইউনিটের সিনিয়র রোভার মেট ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সেলিম হোসেন দলের নেতৃত্ব দিচ্ছেন। দলে আছেন খ ইউনিটের সিনিয়র রোভার মেট ও কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃত বিভাগের শিক্ষার্থী মো. নজিবুল্লাহ, সহকারী সিনিয়র রোভার মেট ও একই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম। পরিভ্রমণ দলটি শনিবার সকালে রওনা দিয়ে ওই দিন দুপুরে যশোর এম এম কলেজে এবং রাতে ঝিনাইদহ সরকারি কে সি কলেজে অবস্থান করবেন। ১৩ সেপ্টেম্বর দলটি ঝিনাইদহ থেকে রওনা হয়ে কুষ্টিয়া হয়ে রাতে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজে অবস্থান করবেন। ১৪ সেপ্টেম্বর নাটোর হয়ে রাজশাহী কলেজে রাত্রিযাপন করবে। ১৫ সেপ্টম্বর দুপুরে নওগাঁ হয়ে রাতে জয়পুরহাট সরকারি কলেজে অবস্থান করবে। পরিভ্রমণের শেষ দিনে দলটি জয়পুরহাট থেকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে শেষ করবে।সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার লিয়াকত পারভেজ জাগো নিউজকে জানান, পরিভ্রমণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তারা জেলায় জেলায় ভ্রমণের মাধ্যমে রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করবে।এমজেড/পিআর

Advertisement