একাদশ শ্রেণিতে ভর্তি বঞ্চিতদের আবারও ভর্তি আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। নতুন সুযোগে বুধবার (১০ জুলাই) থেকে একদশে ভর্তিতে ৪র্থ দফায় আবেদন গ্রহণ করা হচ্ছে।
Advertisement
৪র্থ দফায় এ ভর্তিতে কলেজে ম্যানুয়াল প্রক্রিয়ায় আবেদন কসে সংশ্লিষ্ট কলেজে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। এ লক্ষ্যে অধীনস্থ কলেজগুলোর শূন্য আসনের তালিকা প্রকাশ করেছে ঢাকা বোর্ড।
জানা গেছে, ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা নূন্যতম জিপিএ থাকা সাপেক্ষে বুধবার (১০ জুলাই) থেকে ১৬ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত কলেজে ম্যানুয়াল ভর্তির আবেদন জমা দিতে পারবে। আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) শূন্য আসনের ভিত্তিতে সংশ্লিষ্ট কলেজ ভর্তিযোগ্যদের মেধাভিত্তিক তলিকা প্রকাশ করবে।
মেধা তালিকা প্রকাশের পর ২০ জুলাই থেকে ২৭ জুলাই কলেজগুলো শূন্য আসনে ভর্তি গ্রহণ করবে। ভর্তি নেওয়ার পর ৩০ জুলাইয়ের মধ্যে ভর্তিকৃত শিক্ষার্থী তালিকা বোর্ডে জমা দেবে সংশ্লিষ্ট কলেজসমূহ।
Advertisement
এদিকে ম্যানুয়াল ভর্তির ফি ধরা হয়েছে ৪৪৫ টাকা। এর মধ্যে আবেদন ফি ১৫০ টাকা, রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ১৯৫ টাকা এবং ডাটা অ্যান্ট্রি ফি ১০০ টাকা।
আরএস/এমকেএইচ
Advertisement