দেশজুড়ে

প্যান্টের পকেটে মিললো ৩টি স্বর্ণের বার

 

যশোরের বেনাপোল সীমান্ত থেকে তিনটি স্বর্ণের বারসহ (১ কেজি ১৬৯ গ্রাম) নাজমুল হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবির সদস্যরা। মঙ্গলবার বিকেলে বেনাপোল পোর্ট থানার শিকড়ী বটতলা থেকে তাকে আটক করা হয়।

Advertisement

এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। আটক নাজমুল বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ারের ছেলে। যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একজন স্বর্ণ পাচারকারী ভারতে স্বর্ণ পাচার করবে।

এমন সংবাদে বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল মালেকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল শিকড়ি বটতলা এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ নাজমুলকে আটক করা হয়।

পরে তাকে তল্লাশি করে প্যান্টের পকেটে লুকায়িত রাখা তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫২ লাখ ৯০ হাজার টাকা। উদ্ধার করা স্বর্ণের বারসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Advertisement

এমআরএম