প্রধান অতিথি হিসেবে মানববন্ধনে এলেও এই কর্মসূচির প্রতি অনাস্থা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
Advertisement
তিনি বলেন, ‘আমি মনে করি এ সরকারকে পতন করতে হলে আন্দোলন করতে হবে। কোনো মানববন্ধন করে এ সরকারের পতন ঘটানো যাবে না।’
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী তরুণ দল আয়োজিত মানববন্ধনে এসব কথা বলে অনাস্থা প্রকাশ করেন ফারুক। ‘গুম, খুন, ধর্ষণের’ প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে দলের কর্মসূচি নিয়ে হতাশা প্রকাশ করে ফারুক বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে হলে দলকে সুসংগঠিত করতে হবে।’
Advertisement
দলের নীতিনির্ধারকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘খালেদা জিয়া ১৮ মাস ধরে জেলে। এ অবৈধ সরকার ছয় মাস ধরে ক্ষমতায়। এই ছয় মাসে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ছাড়া খালেদা জিয়ার মুক্তির জন্য আর কিছু কি দেখাতে পেরেছেন?’
তিনি আরও বলেন, ‘দলকে ঐক্যবদ্ধ করে বিশেষ করে ছাত্রদলের কমিটি দিতে হবে, কোনো পকেট কমিটি নয়। ঐক্যবদ্ধ কমিটি দিয়ে সরকারের বিরুদ্ধে নামতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তাছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না।’
আয়োজক সংগঠনের সভাপতি এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বিএনপির সহ-সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন সাবু, নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
কেএইচ/জেডএ/পিআর
Advertisement