খেলাধুলা

ভারতের বিপক্ষে দ. আফ্রিকার দল ঘোষণা

চলতি মাসের শেষ থেকে ভারত সফরকে উদ্দেশ্য করে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। যথারীতি টেস্ট দলের নেতৃত্ব দিবেন হাশিম আমলা। ওয়ানডে দলের নেতৃত্ব দিবেন এবি ডি ভিলিয়ার্স। আর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিবেন ফাপ ডু-প্লেসিস। টেস্ট সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন লেগ স্পিনার ইমরান তাহির এবং ইমন হার্মার। টেস্ট দলে জায়গা হয়নি কুইন্টন ডি ককের, তবে দলে আছেন আরেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান ড্যান ভিলাস। সেপ্টেম্বরের ২৯ তারিখ থেকে প্রায় সাড়ে তিন মাসের ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত লম্বা এই সফরে ভারতের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি, ৫টি ওয়ানডে ও ৪টি টেস্ট ম্যাচ খেলবে প্রোটিয়ারা। টেস্ট স্কোয়াড : হাশিম আমলা (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স (সহ-অধিনায়ক), তেম্বা বাভুমা, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ডেন এলগার, সিমন হার্মার, ইমরান তাহির, মর্নে মরকেল, ভারনন ফিল্যান্ডার, ডেন পিয়েট, কাগিসু রাবাদা, ডেল স্টেইন, স্টিয়ান ফন জিল ও ড্যান ভিলাস (উইকেট রক্ষক)।ওয়ানডে স্কোয়াড : এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), কাইল অ্যাবোট, হাশিম আমলা, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, মর্নে মরকেল, কাগিসু রাবাদা, ডেল স্টেইন, ডেভিড মিলার, ক্রিস মরিস, অ্যারোন ফাঙ্গিসো ও রিলে রুশো। টি-২০ স্কোয়াড : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কাইল অ্যাবোট, হাশিম আমলা, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), মার্চ্যান্ট ডি লাঙ্গে, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ইদি লি, ডেভিড মিলার, ক্রিস মরিস, কাগিসু রাবাদা, ডেভিড ওয়াইস ও কায়া জন্ডু।আরটি/এআরএস

Advertisement