বিনোদন

৩০০ কোটির পথে ‘কবির সিং’

বক্সঅফসে ঝড় তুলেছে শহিদ কাপুরের নতুন সিনেমা ‘কবির সিং’। ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছে দর্শক। নানা সমালোচনার মধ্যেই দর্শক হলে ভিড় করছেন ছবিটি দেখার জন্য। ‘নারীবিদ্বেষী’, ‘পুরুষতান্ত্রিক’ সিনেমা আখ্যা দিয়ে অনেকেই কঠোর সমালোচনা করলেও বক্স অফিসে নিজের গতিতেই এগিয়ে চলেছে সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত ছবিটি। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর ও ‘লাস্ট স্টোরিস’ খ্যাত কিয়ারা আদভানি।

Advertisement

আগেই বাণিজ্য বিশ্লেষকেরা পূর্বাভাস দিয়েছিলেন, বক্স অফিসে ব্লকবাস্টার হবে ‘কবির সিং’। ছবির নির্মাতাও বলেছিলেন তার ছবি ৩০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে। বিফলে যায়নি তাদের কথা। ছবিটি মুক্তির মাত্র ১৩ দিনেই ২০০ কোটি রুপি আয় করে।

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটার বার্তায় জানিয়েছেন, রোববার সাপ্তাহিক ছুটি দিনে ‘কবির সিং’ আয় করেছে ৯.৬১ কোটি রুপি। সব মিলিয়ে মাত্র ১৭ দিনে এ ছবির সংগ্রহ ২৩৫ কোটি রুপির বেশি।

ছবিটির আয়ের এই ধারাবাহিকতা চলতে থাকলে শিগগিরই ৩০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে। তারান মনে করেন সেই দিকেই এগিয়ে যাচ্ছে ‘কবির সিং’।

Advertisement

গত ২১ জুন ভারতের তিন হাজার ১২৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় ‘কবির সিং’। সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত তেলেগু হিট ‘অর্জুন রেড্ডি’র হিন্দি ভার্সন এ ছবি। এই ছবিরও পরিচালক সন্দীপ। প্রথমবারের মতো পরিচালক সন্দীপের সঙ্গে কাজ করলেন শহিদ কাপুর।

এমএবি/এমকেএইচ