জার্মানির শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ডয়েচে ব্যাংক কর্মী ছাঁটাই শুরু করেছে। প্রতিষ্ঠান পুনর্গঠনের পরিকল্পনার অংশ হিসেবে ব্যাংকটি কর্মী ছাঁটাই করছে বলে জানা গেছে।
Advertisement
সিএনএন বিজনেস জানিয়েছে, আমূল সংস্কারের অংশ হিসেবে ১৮ হাজার কর্মী ছাঁটাই করছে ব্যাংকটি।
সোমবার এক সংবাদ সম্মেলনে ডয়েচে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টিয়ান সুইং এশিয়ায় কর্মী ছাঁটাই শুরুর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্বের অন্যান্য অংশেও ডয়েচে ব্যাংকের শ্রমশক্তি সংকুচিত করা হবে। এর আগে রোববার পুনর্গঠন পরিকল্পনা প্রকাশ করেন সুইং, যেখানে জার্মান ব্যাংকটির প্রতি পাঁচটি কর্মসংস্থানের মধ্যে একটি ছাঁটাই করা হবে বলে জানান। তবে কোন কোন কার্যালয় থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে, ডয়েচে তার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
Advertisement
সুইং জানান, যেখানে প্রতিযোগিতা সক্ষমতা রয়েছে, কেবল সেখানে কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, এশিয়ার বাইরে লন্ডন ও নিউইয়র্কে জার্মান ব্যাংকটির বৃহৎ কার্যালয় রয়েছে। এছাড়া সারা বিশ্বেই এর শাখা ও কার্যালয় আছে।
এএইচ/এমকেএইচ
Advertisement