টাইটানিক ডোবার মূল কারণ আবিষ্কার
Advertisement
প্রেমিক-প্রেমিকা একটি সিএনজি’র পেছনে বসে প্রেম করছিল। সিএনজিওয়ালা বার বার পেছনে তাকিয়ে তা দেখছিল।
হঠাৎ সিএনজি গিয়ে এক ল্যাম্পপোস্টের সাথে সজোরে ধাক্কা খেল। সিএনজিওয়ালা বলল, ‘শালা, এখন বুঝলাম টাইটানিক কেন ডুবেছিল!’
> আরও পড়ুন- আজকের কৌতুক : চুমু খাওয়ার পর...
Advertisement
****
জেল থেকে বের হতে অসুস্থতার ভান
এক কয়েদি দুদিন পরপর অসুস্থ হয়ে জেল চিকিৎসকের শরণাপন্ন হয়। পরীক্ষা করে ডাক্তার জানাল, একটি কিডনি তার কেটে ফেলে দিতে হবে। এ কথা শুনে তেলেবেগুনে জ্বলে উঠল কয়েদি।কয়েদি: ডাক্তার! আমি প্রথমবার যখন আপনার কাছে আসি, আপনি টনসিল কেটে নিলেন। দ্বিতীয়বার গলব্লাডার। তৃতীয়বার কাটলেন অ্যাপেন্ডিস! আমি আপনার কাছে আসি এই আশা নিয়ে যে, অসুস্থ বলে আপনি আমাকে জেল থেকে বের হতে সাহায্য করবেন। আর আপনি কি-না উল্টো কিডনি কেটে ফেলার কথা বলছেন!চিকিৎসক: হ্যাঁ, বলছি। আরে এত রেগে যাচ্ছেন কেন? একবারে কি সব হয়? আমি তো একটু একটু করে আপনাকে জেল থেকে বের করে নিচ্ছি!
> আরও পড়ুন- আজকের কৌতুক : আপনি ভীষণ রোমান্টিক
Advertisement
****
সবচেয়ে প্রাচীন পশুর নাম কী
শিক্ষক: আচ্ছা, বল তো, পৃথিবীতে সবচেয়ে প্রাচীন পশুর নাম কী? ছাত্র: স্যার, জেব্রা। শিক্ষক: জেব্রাকে কেন তোমার প্রাচীন পশু মনে হলো? ছাত্র: স্যার, প্রাচীনকালে সবকিছুই সাদা-কালো ছিল। এখন সাদা-কালোর বদলে সব হয়েছে রঙিন। কিন্তু জেব্রা এখনো সেই সাদা-কালোই রয়ে গেছে। তাই জেব্রাই প্রাচীনকালের পশু হওয়ার কথা!
এসইউ/এমকেএইচ