বিনা মূল্যের বই কেজি দরে বিক্রির অভিযোগে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন আরএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহায়ককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে বিদ্যালয় ম্যানেজিং কমিটি জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেয়।
Advertisement
এর আগে দুপুরে বিনা মূল্যের সরকারি বই গোপালগঞ্জের কাগজ ব্যবসায়ী হাবিব শেখের কাছে কেজি দরে বিক্রি করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মকবুল আহমেদ ও অফিস সহায়ক রেজাউল ইসলাম। এ সময় স্থানীয়রা তাদের আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জোবায়দা আক্তার জানান, ৭ মণ বিনা মূল্যের সরকারি বই তারা বিক্রি করছিলেন। এমন অভিযোগে তাদের জেলা প্রশাসক কার্যালয়ে ধরে নিয়ে আসেন স্থানীয়রা। এমন খবর পেয়ে সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহামুদুল হাসানকে ঘটনাস্থলে পাঠাই।
সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহামুদুল হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে ৭ মণ বই জব্দ করা হয়েছে। পরে বিষয়টি বিদ্যালয় ম্যানেজিং কমিটিকে জানাই। সন্ধ্যার দিকে বিদ্যালয় ম্যানেজিং কমিটি জরুরি সভা ডেকে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মকবুল আহমেদ ও অফিস সহায়ক রেজাউল ইসলামকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।
Advertisement
এছাড়া বই বিক্রির সঙ্গে ম্যানেজিং কমিটির কেউ জড়িত রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান সহকারী শিক্ষা কর্মকর্তা মাহামুদুল হাসান।
সাইফ আমীন/এফএ/এমকেএইচ