Advertisement
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে পোশাক শ্রমিকরা। সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানানো হয়। সোমবার (৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা এ দাবি জানান। পোশাক শিল্প শ্রমিক অধিকার পরিষদ এর আয়োজন করে।
পোশাক শিল্প শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব মো. রফিক বলেন, ‘গ্যাসের মূল্য বৃদ্ধি প্রস্তাবের শুরু থেকেই আমরা বিরোধিতা করে আসছি। সরকার আমাদের কথার কর্ণপাত করেনি।’
তিনি বলেন, ‘বাড়িভাড়া বেড়ে যাবে, অন্য জিনিসপত্রেরও দাম বেড়ে যাবে। বর্তমান মজুরিতে শ্রমিকরা বাড়তি গ্যাসের মূল্য পরিশোধ করতে পারবে না। তাই সরকারকে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে।’
Advertisement
পরিষদের আহ্বায়ক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি আবুল হোসাইন, তৈরি পোশাক শ্রমিক নেতা নুরুল ইসলাম, শামীমা আক্তার শিরীন, কামরুনাহার প্রমুখ। মানববন্ধনে প্রায় অর্ধশত পোশাক শ্রমিক উপস্থিত ছিলেন।
পিডি/এমআরএম