খুলনায় মাত্র ১০৩ টাকায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পাচ্ছেন ১১৪ জন। মেধাবী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও কোটার ভিত্তিতে তাদের চূড়ান্ত করা হয়েছে।
Advertisement
খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সোমবার রাতে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান।
তিনি বলেন, গত ২৯ জুন পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, যা গত ৪ জুলাই শেষ হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিতদের মধ্যে ৯০ শতাংশ সমাজের পিছিয়ে পড়া পরিবারের সদস্য ও মেধাবীরা রয়েছেন।
পুলিশ সুপার আরও বলেন, আগে থেকেই চাকরির প্রলোভন দেখানো দালাল ও প্রতারকদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য মাইকিং করা হয়েছিল। ফলে এ নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের ঘুষ বা অনৈতিক লেনদেনের ঘটনা ঘটেনি।
Advertisement
আলমগীর হান্নান/এমবিআর/জেআইএম