দেশজুড়ে

৫ জনের মৃত্যুর পর সিলেটে আবারও নৌকাডুবি, নিখোঁজ ১

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আবারও বালুবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নৌকার মাঝি নিখোঁজ রয়েছেন।

Advertisement

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার ধলাই নদীতে নৌকার ধাক্কায় বালুবোঝাই নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় এক মাঝি নিখোঁজ হয়েছেন।

নৌকাডুবির সময় তিনজন মাঝি লাফ দিয়ে নিরাপদে সরে গেলেও ভেতরে ঘুমন্ত অবস্থায় একজন মাঝি ছিলেন। তাকে উদ্ধারে দমকল বাহিনী ও স্থানীয় ডুবুরিরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

ঘটনাস্থল থেকে একজন নিখোঁজের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানা পুলিশের এসআই মিজানুর রহমান। তবে নিখোঁজ মাঝির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

Advertisement

এর আগে রোববার দুটি বালুবোঝাই নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়। পাশাপাশি নৌকা ডুবে দুই শিশু নিখোঁজের খবর পাওয়া গেছে। এছাড়া সাদাপাথার এলাকায় সিলেটের লিডিং বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসানুর রহমান আবির নিখোঁজ হন। এখন পর্যন্ত নিখোঁজ বিশ্ববিদ্যালয়ছাত্র আবিরসহ তিনজনের মরদেহ উদ্ধার করা যায়নি। তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহতা রেখেছেন দমকল বাহিনীর ডুবুরিরা।

কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, রোববার নিখোঁজ ও সোমবারের নিখোঁজদের উদ্ধারে দমকল বাহিনী ও স্থানীয় ডুবুরিদের সাহায্যে উদ্ধারকাজ চলছে।

ছামির মাহমুদ/এএম/জেআইএম

Advertisement