ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অভিষেক হয় শুভাগত হোমের। বল হাতে অভিষেক ম্যাচেই উইকেট পান তিনি। শুভাগত হোমের ঘূর্ণিতে পরাস্ত হন ক্রিস গেইল। সুইপ করতে গিয়ে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন গেইল। শুভাগতের আবদনে প্রথমে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার। আম্পায়ারের সিদ্ধান্তে সন্দেহ থাকায় ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)-এর সাহায্য নেন মুশফিকুর রহিম। সফলতাও পেয়ে যায় বাংলাদেশ। অভিষেক ম্যাচেই শুভাগত ক্রিস গেইলের উইকেট পেয়ে যান।একমাত্র ডিআরএস-এর কারণেই ক্রিস গেইলের উইকেট পায় বাংলাদেশ। অন্যথায় আম্পায়ারের সিদ্ধান্তেই কপাল পুড়ত শুভাগত হোমের।ডিআরএস বাংলাদেশ ক্রিকেটের জন্যে ইতিবাচক। সেটা এতদিনে বোধদয় হলো ক্রিকেট বোর্ডের। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ডিআরএস সংযোজন করেছে বোর্ড। এজন্য বাড়তি ১ লাখ ডলার গুনতে হচ্ছে বোর্ডকে।এই প্রথমবারের মতো বাংলাদেশে ডিআরএস ব্যবহৃত হচ্ছে। হকআই, আলট্রামোশন এবং সুপার জুম প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে হটস্পট থাকছে না এই প্রযুক্তিতে
Advertisement