জাতীয়

পাঁচগুণ বাড়ছে শিক্ষা ভাতা

অষ্টম বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের সন্তানের জন্য শিক্ষা ভাতা পাঁচগুণ বাড়ানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের এক সন্তানের জন্য মাসিক শিক্ষা ভাতা এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যেটি আগে ছিল দু’শ টাকা। আর দুই সন্তানের ক্ষেত্রে মাসিক শিক্ষা ভাতা নির্ধারণ করা হয়েছে দু’হাজার টাকা। আগে এ ভাতার পরিমাণ ছিল তিনশ’ টাকা।উল্লেখ্য, সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বহুল প্রতীক্ষিত অষ্টম বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। # সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা# তিন বাহিনীরা প্রধানরা পাবেন ৮৬ হাজার টাকা# সরকারের ব্যয় বাড়লো ১৫ হাজার কোটি টাকা# শতভাগ পেনশন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা# বিশেষ গ্রেডে যারা!# সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন# কোন গ্রেডে কত বেতন# এমপিওভুক্ত শিক্ষকরা নতুন বেতন কাঠামোর আওতায় আসছেন# গ্রেড অনুযায়ী যে হারে বাড়বে বেতন# নতুন পে-স্কেলে ২০ শতাংশ নববর্ষ ভাতা# বেতন বাড়বে চক্রবৃদ্ধি হারে# সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা# টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকছে না# মন্ত্রিসভার বৈঠকের দিকে তাকিয়ে লাখ লাখ সরকারি কর্মচারী এসকেডি/এমএস

Advertisement