জাতীয়

দ্বিগুণ হচ্ছে চিকিৎসা ভাতা

নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য চিকিৎসা ভাতা দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্র। সূত্র জানায়, সপ্তম বেতন স্কেলে চিকিৎসা ভাতা এক হাজার টাকা থাকলেও অষ্টম বেতন কাঠামোতে তা দু’হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ৬৫ বছরের কম বয়সী অবসরপ্রাপ্তরা চিকিৎসা ভাতা পাবেন ১৫শ’ টাকা। যা আগে ছিল সাতশ’ টাকা।অবসরভোগীদের চিকিৎসা ভাতা বাড়ানো প্রসঙ্গে নতুন পে-স্কেলের প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসা ভাতার বর্তমান হার অবসর ভোগীদের প্রকৃত প্রয়োজনের তুলনায় অপ্রতুল। একজন সরকারি চাকরিজীবী ৫৯ বছর বয়সে অবসর গ্রহণের পর সাধারণত বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা ও জটিল রোগে আক্রান্ত হন। তাদের ক্ষেত্রে চিকিৎসা ব্যয়ও বেশি। বর্তমান ওষুধপত্রসহ চিকিৎসার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে অবসরভোগীদের চিকিৎসা ভাতা যৌক্তিকভাবে বাড়ানো হয়েছে বলে জানানো হয় ওই প্রতিবেদনে। প্রসঙ্গত, সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে অষ্টম বেতন স্কেল অনুমোদন দেয়া হয়েছে। ১ জুলাই থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। # সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা# তিন বাহিনীরা প্রধানরা পাবেন ৮৬ হাজার টাকা# সরকারের ব্যয় বাড়লো ১৫ হাজার কোটি টাকা# শতভাগ পেনশন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা# বিশেষ গ্রেডে যারা!# সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন# কোন গ্রেডে কত বেতন# এমপিওভুক্ত শিক্ষকরা নতুন বেতন কাঠামোর আওতায় আসছেন# গ্রেড অনুযায়ী যে হারে বাড়বে বেতন# নতুন পে-স্কেলে ২০ শতাংশ নববর্ষ ভাতা# বেতন বাড়বে চক্রবৃদ্ধি হারে# সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা# টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকছে না# মন্ত্রিসভার বৈঠকের দিকে তাকিয়ে লাখ লাখ সরকারি কর্মচারী এসকেডি/এমএস

Advertisement