জাতীয়

নতুন স্কেলে সর্বনিম্ন পেনশন ৩ হাজার টাকা

বহুল কাঙ্খিত ৮ম অষ্টম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য  সর্বনিম্ন পেনশন ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।  অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ৬৫ বছরের বেশি বয়সী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন ৫০ শতাংশ বাড়ানো হলেও ৬৫ বছরের কম বয়সীদের বাড়ানো হয়েছে ৪০ শতাংশ। সূত্র আরো জানায়, নতুন এই বেতন কাঠামোয় পেনশনের সঙ্গে বাড়ানো হয়েছে অধিকাংশ ভাতাও। এর মধ্যে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের টিফিন ও যাতায়াত ভাতা দ্বিগুণ এবং তাদের সন্তানদের জন্য মাসিক শিক্ষা ভাতা পাঁচগুণ বাড়ানো হয়েছে। এদিকে, কর্মরত ও পেনশনভোগী উভয়ের জন্যই দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে চিকিৎসা ভাতা। তবে বাড়ি ভাড়া এবং শ্রান্তি ও বিনোদন ভাতা অপরিবর্তিত রাখা হয়েছে বলেও জানায় অর্থ মন্ত্রণালয় সূত্র। # নতুন বেতন কাঠামোতে টিফিন ভাতা দ্বিগুণ# পাঁচগুণ বাড়ছে শিক্ষা ভাতা# দ্বিগুণ হচ্ছে চিকিৎসা ভাতা# নতুন স্কেলে সর্বনিম্ন পেনশন ৩ হাজার টাকা# সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা# তিন বাহিনীরা প্রধানরা পাবেন ৮৬ হাজার টাকা# সরকারের ব্যয় বাড়লো ১৫ হাজার কোটি টাকা# শতভাগ পেনশন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা# বিশেষ গ্রেডে যারা!# সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন# কোন গ্রেডে কত বেতন# এমপিওভুক্ত শিক্ষকরা নতুন বেতন কাঠামোর আওতায় আসছেন# গ্রেড অনুযায়ী যে হারে বাড়বে বেতন# নতুন পে-স্কেলে ২০ শতাংশ নববর্ষ ভাতা# বেতন বাড়বে চক্রবৃদ্ধি হারে# সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা# টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকছে না# মন্ত্রিসভার বৈঠকের দিকে তাকিয়ে লাখ লাখ সরকারি কর্মচারী এসকেডি/এমএস

Advertisement