জাতীয়

ট্রাফিক আইন লঙ্ঘন করায় চার পরিবহনকে জরিমানা

ট্রাফিক আইন লঙ্ঘন করায় চার পরিবহন জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর-২ জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানকালে দিনে অননুমোদিত পরিবহন পিকআপ ও মালবাহী কাভার্ডভ্যানসহ চারটি পরিবহনকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ‘সড়কে পরিবহন শৃঙ্খলা রক্ষা, লক্কড়ঝক্কড় পরিবহন, দিনে চলতে পারবে না এমন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানকালে নিয়মবহির্ভূতভাবে বাসের সিট বাড়িয়ে রাস্তায় নামানোর অপরাধে একটি বাস, বৈধ কাগজপত্র না থাকা ও রাতে চলার নিয়ম থাকলেও দিনে মালবহন করে চলাচল করায় তিনটি মিনি ট্রাক ও পিকআপ ভ্যানকে মোট সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়।’

Advertisement

অভিযানে সার্বিক সহযোগিতা করে ট্রাফিক পশ্চিম বিভাগ। জেইউ/এসআর/পিআর