রাজধানীর মূল সড়কে রিকশা চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন চালকরা। ফলে যাত্রাবাড়ী-মালিবাগ গুরুত্বপূর্ণ তিনটি সড়ক বন্ধ রয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে। সময়মতো অফিসে পৌঁছাতে পারছেন না অনেকে। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদেরও যেতে হচ্ছে হেঁটে।
Advertisement
এমনই একজন ভুক্তভোগী মাহবুব। তিনি জাগো নিউজকে বলেন, মতিঝিল যাব, রাস্তা বন্ধ। হেঁটে যেতে হচ্ছে। সরকারের সিদ্ধান্ত নেয়ার আগে চিন্তা করা উচিত। চালকরা তাদের দাবিতে রাস্তা বন্ধ করেছে। ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের।
যানজটে আটকে থাকা বাসচালক আসলাম বলেন, রিকশাচালকরা রাস্তা বন্ধ করে দিয়েছে। তিন ঘণ্টা ধরে এক জায়গায়ই বসে আছি। আন্দোলন করছে ঠিক আছে, কিন্তু আমাদের তো দিন শেষে গাড়ির জমা দিতে হয়। আজকে দিন শেষ। কখন যে ছাড়বে কে জানে যাত্রী-চালক সবার ভোগান্তি।
বাচ্চাকে স্কুলে নিয়ে যাবেন আফরোজা নামের এক অভিবাবক। তিনি বলেন, মান্ডায় থাকি। দুপুর ১২টার মধ্যে বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হবে। কিন্তু রাস্তা বন্ধ, হেঁটে যেতে হচ্ছে। আমি যাচ্ছি কিন্তু রোদে বাচ্চার তো সমস্যা হচ্ছে।
Advertisement
এক রিকশাচালক বলেন, ‘সরকার ঘোষণা দিছে মেইন রোডে রিকশা চলবে না। তাহলে চালামু কোথায়? গলিতে চলে ব্যাটারির রিকশা। সরকার অবৈধ রিকশা বন্ধ না করে আমাদের রোড বন্ধ করছে। অবৈধ রিকশা বন্ধ করেন। আমাদের গাড়ি চালাতে দেন। দয়া করে আমাদের পেটে লাথি মারবেন না।’
রাজধানীর মূল সড়কে রিকশা চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিতে সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন রিকশাচালক-মালিকরা। মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নিয়েছেন তারা।
সোমবার সকাল ৭টা থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রিকশার চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন রিকশামালিকরাও।
মুগদা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জাগো নিউজকে জানান, মুগদা বিশ্বরোড থেকে মানিকনগর বিশ্বরোড পর্যন্ত রাস্তাজুড়ে অবস্থান নিয়েছেন রিকশাচালক ও মালিকরা। তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললেও তারা সরে যায়নি। তবে তাদেরকে সরাতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Advertisement
দুপুর ১টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাস্তা থেকে সরে যাননি রিকশাচালকরা।
এদিকে রাস্তা বন্ধ করে দেয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। যাত্রাবাড়ী থেকে মালিবাগ পর্যন্ত মেইন সড়কের রাস্তা বন্ধ রয়েছে। দীর্ঘপথ হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে। ফলে সময়মতো অফিসে পৌঁছাতে পারছেন না অনেকে। স্কুল-কলেজের ছাত্রছাত্রীদেরও যেতে হচ্ছে হেঁটে।
এসআই/বিএ/এমকেএইচ