আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৭ জুলাই) স্থানীয় সময় রাত ৯টা ৮ মিনিটে দেশটির উত্তরের মালুকুর টারনেট শহর থেকে ১২৯ কিলোমিটার দূরে এ ভূমিকম্প অনুভূত হয়।

Advertisement

ঘটনার পর পরই সুনামি সতর্কতা জারি করেছে দেশেটির আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে উপকূলবর্তী এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিচ্ছে প্রশাসন।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, ভূ-পৃষ্ঠের ২৪ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। উত্তর সুলোওয়েসি থেকে উত্তর উত্তর মালুকুর মাঝে মোলুক্কা সমুদ্রে এটি সৃষ্টি হয়। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর না পাওয়া যায়নি।

ভৌগলিক অবস্থানগত কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। গত ২৪ জুন দেশটিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার কম্পনের তীব্রতা ছিল ৭.৫।

Advertisement

গত বছরের সেপ্টেম্বরে দেশটির সুমাত্রার পাশে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এরপর সুনামিতে অন্তত ২ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

এমএসএইচ