দেশজুড়ে

বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল আহত

অবৈধপথে ভারত থেকে গরু আনার সময় মো. শাহাবুদ্দিন (২৭) নামে এক রাখাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

রোববার ভোরে সাতক্ষীরার হাড়দ্দাহ সীমান্তের বিপরীতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শাহাবুদ্দিন সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহ আদর্শ গ্রামের এছহাক আলীর ছেলে।

আরও পড়ুন>> বাংলাদেশিকে গুলি করে টেনেহিঁচড়ে নিয়ে গেল বিএসএফ

সীমান্তের স্থানীয় বাসিন্দারা জানায়, রোববার ভোরে কমপক্ষে ৩০টি গরু নিয়ে দেশে ফেরার সময় ভারতের পানিতর স্লুইচ গেটের পাশে শুন্যরেখা এলাকায় রাখালদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফ। এ সময় শাহাবুদ্দিনের বাম পায়ে গুলি লাগে। সহযোগীরা উদ্ধার করে গোপনে চিকিৎসা দিতে থাকে। তবে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় অবস্থার অবনতি হলে রোববার দুপুরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ভর্তি না নেয়ায় পরে খুলনা মেডিকেলে নেয়া হয়েছে।

Advertisement

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক খন্দকার গোলাম মহিউদ্দিন বলেন, রোববার সকালে এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে বিএসএফ এ ধরনের ঘটনা অস্বীকার করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

আকরামুল ইসলাম/এমএসএইচ