দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, কক্সবাজারসহ দেশের দুর্যোগকবলিত ২৬টি জেলার ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পুনর্বাসন করা হবে। সেইসঙ্গে দুর্যোগ মোকাবেলায় নেয়া হবে সমন্বিত উদ্যোগ।বিশেষ করে কক্সবাজারের বিশাল সমুদ্র উপকূলীয় এলাকাকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে গুরুত্ব দেয়া হবে বলে ঘোষণা দেন মন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. অনুপম সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবদুর রহমান বদি, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উলাহ রফিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট একে আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল প্রমুখ।সভায় পদস্থ সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিকেলে মন্ত্রী উপকূলীয় পেকুয়া বেড়িবাঁধ ভাঙন এলাকা পরিদর্শনে যান।সায়ীদ আলমগীর/বিএ
Advertisement