আইন-আদালত

কাঁঠালের মধ্যে ইয়াবা : স্ত্রীসহ রেলওয়ে পুলিশ কর্মকর্তা কারাগারে

কাঁঠালের মধ্যে ১০ হাজার পিস ইয়াবা রেখে পাচারের সময় গ্রেফতার রেলওয়ে পুলিশের টিএসআই বাবলু খন্দকার (৫২) ও তার স্ত্রী শিউলি বেগমকে (৩৯) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৭ জুলাই) ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া এ আদেশ দেন।

Advertisement

দুদিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শামীম আল মামুন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন>কাঁঠালের ভেতরে ইয়াবা, স্ত্রীসহ রেলওয়ে পুলিশ কর্মকর্তা আটক

এর আগে ৪ জুলাই তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম আদালত। ৩ জুলাই রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ওই রেল পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীকে গ্রেফতার করে করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) সদস্যরা। তাদের সঙ্গে থাকা কাঁঠাল ভেঙে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

Advertisement

এ ঘটনায় র‌্যাব-৪ এর পুলিশ পরিদর্শক কবির উদ্দিন গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করেন।

জেএ/এমআরএম/এমএস