খাদ্যে ভেজাল রোধে প্রধানমন্ত্রীকে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদের অধিবেশনে সমাপনী বক্তব্যে এ তাগিদ দেন তিনি। বরাবরের মতো এবারো ফরমালিনের বিরুদ্ধে বিশদ বর্ণনা দিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, খাদ্যে যেভাবে ভেজাল মেশানো হচ্ছে তাতে আগামী প্রজন্মের কী হবে, তারা কীভাবে নেতৃত্ব দেবে।তিনি বলেন, সামনে কোরবানি আসছে। গরু মোটাতাজা করার জন্য ইউরিয়া সার এবং হরমোন ইনঞ্জেকশন দেয়া হচ্ছে; এদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। জাতীয় পার্টিকে সংসদের বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্নকারীদের উদ্দেশে বেগম রওশন এরশাদ বলেন, আমরা সংসদে ছায়া সরকারের ভূমিকা পালন করছি। আমরা ছায়া সরকার। আমরা সেই ভূমিকাই পালন করতে চাই।তিনি আরো বলেন, আমরা জনগণের জন্য কথা বলি। আমাদের বলা হয় আমরা বিরোধী দল না। যারা এই প্রশ্ন তোলেন তাদের প্রতি প্রশ্ন রেখে বলি, তাহলে বিরোধী দল কে? তাদের ভূমিকা কী?রওশন বলেন, আমরা সরকারকে সহযোগিতা করছি না, আমরা দেশের, দেশের মানুষকে সহযোগিতা করছি। আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। সেভাবেই ভূমিকা রাখতে চাই। এই সংসদে আগের বিরোধী দল স্বাধীনতার ঘোষক কে তা নিয়ে বিতর্ক করতো। দেশের মানুষের কথা তারা ভুলে যেতেন।শিক্ষার্থীদের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ প্রসঙ্গ তুলে ধরে বিরোধী দলীয় নেতা বলেন, আমি আসার পথে দেখলাম ছাত্ররা বিক্ষোভ করছে। ছাত্ররা কেন বিক্ষোভ করছে? এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আর যদি ছাত্রদের সমস্যার সমাধান হয়ে থাকে, তাহলে আমি ধন্যবাদ জানাচ্ছি।বন্যা দুর্গতদের সম্পর্কে তিনি বলেন, বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, জমির ফসল নষ্ট হয়েছে, ঘরবাড়ি ভেসে যাচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে। এর জন্য জোরালোভাবে আবেদন জানাচ্ছি। দেশে নারী ও শিশু নির্যাতন হচ্ছে। বেশ কয়েকজন শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।ঢাকার জলাবদ্ধতা প্রসঙ্গে রওশন বলেন, একটু খানি বৃষ্টি হলেই ঢাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে। চলাচল করা যাচ্ছে না। ৪/৫টি রাস্তা ছাড়া সব রাস্তাই চলাচলের অযোগ্য। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।এইচএস/বিএ
Advertisement