ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুন লাগার ঘটনা ঘটলেও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের ঘটনার পর আজকে দিনের মতো বন্ধ রাখা হচ্ছে গ্রন্থাগার। শিক্ষার্থীদের গ্রন্থাগার থেকে চলে যেতে নির্দেশ দিয়েছে গ্রন্থাগার কর্তৃপক্ষ।
Advertisement
আজ রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে আগুন লাগে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের গ্রন্থাগারে থাকা কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা মিলে আগুন নিয়ন্ত্রণে নেয়। আগে থেকেই কর্মকর্তাদের আগুন নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেয়া ছিল। যার কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদ বলেন, ‘আগুন লাগার ঘটনার পর থেকে আমরা লাইব্রেরি বন্ধ রেখেছি। আমাদের ইঞ্জিনিয়ার যারা আছে তারা বিষয়গুলো দেখছেন। সবকিছু ঠিক করার পর আমরা আবার লাইব্রেরি চালু করব।’
Advertisement
এমএইচ/এসআর/জেআইএম