লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়ীমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এরশাদুল হক (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
Advertisement
রোববার ভোরে বুড়ীমারী সীমান্তের ৮৪০/৩ এস সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। এরশাদুল হক পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের এহসানুল হকের ছেলে।
বিজিবি ও এলাকাবাসী জানায়, রোববার ভোরে বুড়ীমারী সীমান্তের ৮৪০/৩ এস সাব পিলারের কাছে গরু পারাপারের কাজ করছিল এরশাদুল। এ সময় ভারতের চ্যাংড়াবান্ধা ৮৪০ বিএসএফ টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয় সে। গুলিবিদ্ধ অবস্থায় সে দৌড়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই সীমান্তে গরু পারাপার করতে গিয়ে বিএসএফের গুলিতে এরশাদুলের মৃত্যু হয়।
Advertisement
এ ব্যাপারে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
রবিউল হাসান/এফএ/জেআইএম