জাতীয়

বিপন্ন ডলফিন গাছে ঝুলিয়ে রাখল জেলেরা, উদ্ধার করলেন ইউএনও

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর গুলিয়াখালী সাগর উপকূলীয় এলাকায় জেলেদের পেতে রাখা জালে একটি বিপন্ন ডলফিন মাছ ভেসে আসে। কয়েক মণ ওজনের এই মাছটি পেয়ে জেলেরা এটি সাগর তীরে নিয়ে এসে দড়ি দিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখেন। ডলফিনটি রোদে শুকিয়ে তেল নেয়ার উদ্দেশে এ কাজ করা হয়েছিল বলে জানা গেছে।

Advertisement

ওয়াইল্ড ওয়াচ নামের একটি ফেসবুক পেজে এ বিষয়ে জানতে পেরে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে গোলাবাড়িয়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় থেকে ডলফিনটি উদ্ধারে অভিযান চালান সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়।

এ বিষয়ে মিল্টন রায় জাগো নিউজকে বলেন, ‘স্থানীয় জেলেরা গতকাল সাগর থেকে একটি বিপন্ন ডলফিন সংগ্রহ করে সৈকতে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। স্থানীয়রা জানিয়েছে, ওই মাছটি শুকিয়ে তেল নেয়ার উদ্দেশে এ কাজ করা হয়। ওই ঘটনার পর রাতে অভিযান চালিয়ে ডলফিনটি উদ্ধার করে পুঁতে ফেলা হয়।

এ ঘটনায় জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে। উপজেলা মৎস্য কর্মকর্তাকে ‘বাংলাদেশ জীববৈচিত্র্য আইন, ২০১৭’ এর ৪১ ও ৪২ ধারা মোতাবেক নিয়মিত মামলা করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

Advertisement

আবু আজাদ/জেএইচ/জেআইএম