জাতীয়

পাহাড়ে বসবাসকারীদের পুনর্বাসন করা হবে

পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের পার্বত্য এলাকার সমতল ভূমিতে পুনর্বাসনের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊ শৈ সিং। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা জানান।ঊ শৈ সিং বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জন্য বিশেষ ডিজাইনের আবাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা আছে। তিন পার্বত্য জেলা প্রশাসকের প্রস্তাবের ভিত্তিতে এটি বাস্তবায়ন করা হচ্ছে। একই প্রকল্পের আওতায় যাদের জমি আছে কিন্তু ঘর নেই এমন পরিবারকেও পুনর্বাসন করা হবে।তিনি আরও জানান, ইতোমধ্যে বান্দরবান সদর উপজেলায় একটি, আলী কদম উপজেলায় দুটি, লামায় চারটি, নাইক্ষ্যছড়িতে একটি আশ্রয়ণ প্রকল্প রয়েছে। এছাড়াও রাঙ্গামাটি জেলায় ২১টি গুচ্ছগ্রাম প্রকল্পের কার্যক্রম অব্যাহত আছে। কাপ্তাই উপজেলায় একটি প্রস্তাব ইতোমধ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালকের কাছে পাঠানো হয়েছে, আর খাগড়াছড়িতে ৮১টি গুচ্ছগ্রাম রয়েছে বলে জানান তিনি।এইচএস/এএইচ/পিআর

Advertisement