জাতীয়

হরতালের সমর্থনে টিএসসিতে মশাল মিছিল ও সমাবেশ

শিক্ষাখাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবি এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আহুত রোববারের হরতাল সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাস্তায় মশাল মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

Advertisement

শনিবার রাতে সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ও প্রগতিশীল ছাত্রজোটের আহ্বায়ক মেহেদি হাসান নোবেল বলেন, এই সরকার সাধারণ মানুষের সমর্থন দেয়া হরতালকে ভয় পেয়েছে। এ কারণে আজ হরতালের প্রাক্কালে ময়মনসিংহে ছাত্র ইউনিয়নের নেতাদের গ্রেফতার করে থানায় রেখেছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে অনতিবিলম্বে গ্রেফতারকৃত নেতাদের ছেড়ে দেয়া না হলে সরকারের সকল প্রকার অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ৭ জুলাই দেশব্যাপী আধাবেলা (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) হরতাল ডেকেছে বামপন্থী দলগুলো।

Advertisement

এমইউ/বিএ/এমএস