জাতীয়

সড়ক দুর্ঘটনা কমেছে ৪০ শতাংশ

সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন ২০০৯ সাল থেকে ২০১৪ সালে সড়ক দুর্ঘটনা ৪০ দশমিক পাঁচ শতাংশ কমেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে  প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১১ আসনের এমপি এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে, এটা সত্য নয়। পুলিশ সদর দফতরের প্রতিবেদন অনুযায়ী ২০০৯ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল তিন হাজার তিনশ ৮১ টি, ২০১০ সালে দুই হাজার আটশ ২৭ টি, ২০১১ সালে দুই হাজার ছয়শ ৬৭টি, ২০১২ সালে দুই হাজার ছয়শ ৩৬টি, ২০১৩ সালে দুই হাজার ২৯টি এবং ২০১৪ সালে দুই  হাজার ২৭টি। এতে দেখা যায় যে, ক্রমান্বয়ে সড়ক দুর্ঘটনা হ্রাস পাচ্ছে। এছাড়া ওয়ার্ল্ড ব্যাংক প্রকাশিত রোড ট্রাফিক এক্সিডেন্ট ডেথ রেট বাই কান্ট্রি প্রতিবেদন অনুসারে পৃথিবীর একশ ৯২ টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ৯০ তম।এইচএস/এএইচ/পিআর

Advertisement