কুড়িগ্রাম শহরের বাস স্ট্যান্ড এলাকার স্মৃতি হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে সহকারী পোস্ট মাস্টারসহ চার জনকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে সাজা প্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।কুড়িগ্রাম ডিবি’র এ এস আই মোস্তাফিজার রহমান জানান, বুধবার দিবাগত রাত ১২টায় স্মৃতি হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকা অবস্থায় কুড়িগ্রামের সহকারী পোস্ট মাস্টার আব্দুল মালেক, পিরোজপুরের আবু বকর সিদ্দিকের কন্যা সুমি আক্তার, স্মৃতি হোটেলের ম্যানেজার মনোরঞ্জন সরকার ও কুড়িগ্রাম পৌরসভার গাড়িয়ালপাড়ার মোখলেছুর রহমানের পুত্র সাইফুল ইসলামকে আটক করা হয়।সহকারী পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহেদুর রহমান নেতৃত্বে মোবাইল কোর্ট বসে। তিনি জানান, তথ্য প্রমাণ পর্যালোচনা এবং আসামিরা অপরাধ স্বীকার করায় প্রত্যেককে ২০ দিনের করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ওই বিচারক। নাজমুল হোসেন/এসকিডি/পিআর
Advertisement