জাতীয়

পরিত্যক্ত পলিথিনে দেড় কোটি টাকার সোনা

চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের সড়ক থেকে ৩০ পিস স্বর্ণবার উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। শনিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

Advertisement

কোস্টগার্ড পূর্বাঞ্চলের সহকারী পরিচালক (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে অভিযান চালান কোস্টগার্ড সদস্যরা। সাঁড়াশি অভিযান চালানোর সময় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি পলিথিনের ব্যাগ উদ্ধার করা হয়। পরে সেই ব্যাগ তল্লাশি করে ৩০ পিস স্বর্ণ বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লাখ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

আবু আজুদ/এনডিএস/এমকেএইচ

Advertisement