দেশজুড়ে

পার্বত্য অঞ্চলে গণমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান

শিক্ষাকে সবক্ষেত্রে দুর্নীতিমুক্ত করে পার্বত্য অঞ্চলে মানসম্মত ও গণমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সচেতন মহলসহ সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা। বৃহস্পতিবার সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন পরিচালিত রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার শুভযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।সন্তু লারমা সম্প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ তুলে এর তীব্র সমালোচনা করে বলেন, এ পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে যেভাবে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতি  হয়েছে ভবিষ্যতেও তা যদি অব্যাহতভাবে চলতে থাকে তাহলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার পরিবেশ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বলা মুশকিল।সন্তু লারমা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধমিক শিক্ষার বর্তমানে বেহাল দশায়। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যথাপযোগী পদক্ষেপ নিতে হবে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরো গতিশীল ও শক্তিশালী করে গণমুখী করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ ড. মানিক লাল দেওয়ান, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য শিক্ষাবিদ নিরুপা দেওয়ান, প্রফেসর মংসানু চৌধুরী, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শামস। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বৈশালী রায়। শুরুতে ফলক উন্মোচন করে শিক্ষা প্রতিষ্ঠানটির কলেজ শাখার উদ্বোধন করেন সন্তু লারমা। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।সুশীল প্রসাদ চাকমা/এসকেডি/পিআর

Advertisement