ক্যাম্পাস

২০ জুলাই জবি ছাত্রলীগের সম্মেলন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দ্বিতীয় সম্মেলন ২০ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হবে। শনিবার (৬ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন নির্ধারণ করা হয়েছে। সম্মেলন আয়োজনের প্রস্তুতি কমিটি হিসেবে আশরাফুল ইসলাম (টিটন)কে আহ্বায়ক করা হয়েছে।

এছাড়া জামাল উদ্দিন, সৈয়দ শাকিল, ইব্রাহিম ফরায়েজি, হোসনে মুবারক রিশাদ, নাজমুল আলম, নাহিদ পারভেজ, আল-আমিন-শেখ, তারেক আজীজকে কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

তাছাড়া সম্মেলন প্রস্তুত কমিটিতে আরও ১২ জনকে সদস্য করা হয়েছে। তারা হলেন- শেখ মেহেদী হাসান, নুরুল আফসার, শরিফুল ইসলাম, আনিসুর রহমান, তানজিনা শিমু, আক্তার হোসেন, আসাদুল্লাহ আসাদ, আসদুজ্জামান আসাদ, আদম সাইফুল্লাহ, প্রসেনজিৎ কর্মকার, মাহমুদ হাসান পারভেজ এবং ফৌজিয়া জাফরিন প্রিয়তি।

Advertisement

২০১৭ সালের ৩০ মার্চ জবি শাখা ছাত্রলীগের প্রথম সম্মেলনের দীর্ঘ ছয় মাস পর ১৭ অক্টোবর তরিকুল ইসলামকে সভাপতি ও শেখ জয়নুল আবেদিন রাসেলকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি করে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি ঘোষণার পর থেকেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগসহ গত ৩ ফেব্রুয়ারি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

কমিটির কার্যক্রম স্থগিত ও ঘটনার তদন্ত চলাকালীন জবি ছাত্রলীগের দুইপক্ষ আবারও সংঘর্ষে জড়ালে ১৯ ফেব্রুয়ারি কমিটি বিলুপ্ত করা হয়। কমিটি বিলুপ্ত হওয়ার ৫ মাস পর জবি শাখা ছাত্রলীগের এ দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইমরান খান/আরএস/জেআইএম

Advertisement