রাজনীতি

গণতন্ত্র এখন ১০০ ফুট মাটির নিচে সমাহিত

প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, গণতন্ত্র এখন ১০০ ফুট মাটির নিচে সমাহিত হয়েছে। এখন সাংবাদিকদের লেখার অধিকার নেই। সাংবাদিকরা অনেক কিছু রেকর্ড করে নিয়ে যাচ্ছেন, কিন্তু লিখতে পারবেন না। এখন কণ্ঠ রুদ্ধ, কলম রুদ্ধ ও বাক রুদ্ধ। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জাতীয় পার্টির মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। গণতন্ত্র মানে কি? ভোট দেয়ার অধিকার, কথা বলার অধিকার, লেখার অধিকার ও বাঁচার অধিকার। সে অধিকার এখন আর জনগণের নেই। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এরশাদ বলেন, আমরা মানুষকে মুক্তি দেব। নতুন জীবন দেব। দেখেন, এখানে কতজন সংসদ সদস্য এসেছেন। হাজার হাজার মানুষ বসে আছে বক্তব্য শোনার জন্য। এর থেকে কি প্রমাণিত হয় মানুষের আস্থা ফিরে আসছে। কথা দিচ্ছি, এই আস্থা কোনদিন ভঙ্গ হবে না। জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ’  নেতাকর্মীদের উদ্দেশ্যে এরশাদ আরো বলেন, নতুন সূর্য উঠছে। একটা সূর্য ডুবছে, আরেকটা উঠছে। ক্ষমতা বেশি দূরে নয়। সুদিন আসছে, সুদিন আসছে বলে যারা আমাদের ছেড়ে গিয়েছিল তারা আবার ফিরে আসছে। তিনি বলেন, গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন। আমরা সরকারের বিরুদ্ধে বলছি। সরকারের কঠোর সমালোচনা করছি। যেটা বলা উচিৎ, যেটা মানুষ বলতে পারছে না, যেটা সাংবাদিকরা লিখতে পারছেনা সেটাই আমরা বলছি।  আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি বলব। আমি চাই দেশে শান্তি ফিরে আসুক।জাতীয় পার্টির মহানগর শাখার আহ্বায়ক ও সংসদ সদস্য মাহজাবিন মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব ও সাংসদ জিয়াউদ্দিন বাবলু, সাংসদ সালমা ইসলাম, গোলাম কিবরিয়া টিপু, পীর ফজলুর রহমান মিজবাহ, নোমান মিয়া ও মো. ইলিয়াছ এবং প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান এবং উপদেষ্টা সিরাজুল ইসলাম চৌধুরী।সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংসদ মাহজাবিন মোরশেদকে সভাপতি এবং এয়াকুব হোসেনকে সাধারণ সম্পাদক করে নগর কমিটি ঘোষণা করেন এরশাদ।এসএইচএস/পিআর

Advertisement