জাতীয়

শ্রমিকদের সম্মানজনক মজুরি নির্ধারণের দাবি

সর্বস্তরে শ্রমিকদের জন্য রেশন, বাসস্থান ও চিকিৎসা সেবাসহ ন্যূনতম-সম্মানজনক মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নামক একটি সংগঠন।

Advertisement

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, সদ্য পাসকৃত বাজেটে শ্রমিক-কর্মচারীদের জন্য রেশন, বাসস্থান ও চিকিৎসা সেবাসহ সামাজিক নিরাপত্তা বেস্টনি খাতে অর্থ বরাদ্দ না থাকায় শ্রমিকরা খুবই হতাশ। অথচ এ শ্রমিকরাই দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে কিন্তু তাদের মূল্যায়ন করা হলো না।

সরকারের প্রতি দাবি জানিয়ে বক্তারা বলেন, সর্বস্তরের শ্রমিকদের বাঁচার জন্য জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ, আইএলও কনভেনশন অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, গণতান্ত্রিক শ্রম আইন ও শ্রম বিধিমালা প্রণয়ন, নিরাপদ কর্মস্থল, সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় শ্রমিকদের অধিকার আদায় হবে না।

Advertisement

সমাবেশে টিইউসির সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ড. ওয়াজেদুল ইসলাম খান, সহ সভাপতি মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস/জেএইচ/পিআর