দেশজুড়ে

ভোলায় ছুরিকাঘাতে ২ শিক্ষার্থী আহত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্কুল সূত্র জানায়, বৃহস্পতিবার সকালের দিকে স্কুল ক্যাম্পাসের খেলার মাঠে মাহি, নয়ন ও ইয়াদ নামে অষ্টম শ্রেণির তিন শিক্ষার্থী আড্ডা দিচ্ছিলেন। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে ইয়াদ ধারালো ছুরি দিয়ে মাহি ও নয়নকে আঘাত করে। এতে উভয়ই গুরুতর জখম হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পরপরই পুলিশ ও স্কুল শিক্ষকরা ঘটনাস্থল পরিদর্শ করেছেন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে স্কুলে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হবে।আদিল হোসেন তপু/এসআইএস/পিআর

Advertisement