জাতীয়

হজ ক্যাম্পের নিরাপত্তায় মেয়রের সন্তোষ

রাজধানীতে আশকোনার ক্যাম্পে হজ যাত্রীদের সঙ্গে দেখা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুর রহমান। শুক্রবার বেলা পৌনে ১টায় তিনি হজ ক্যাম্পে যান। এ সময় মেয়রকে কাছে পেয়ে, হজযাত্রীদের মধ্যে এক ধরনের আনন্দ ছিল চোখে পড়ার মতো। মেয়রের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। অনেকে দোয়া চান এবং কোলাকুলি করেন।

Advertisement

এদিকে হজ ক্যাম্পের নিরাপত্তাশূলক ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন মেয়র।

আরও পড়ুন>> হজযাত্রীরা আজ কড়া নিরাপত্তায়

হজ ক্যাম্প সূত্র জানায়, আজ সকাল থেকে হজযাত্রীদের আত্বীয়-স্বজনদের প্রবেশ করতে দেয়া হয়নি। বিশেষ অনুরোধে দু-একজনকে ছাড়লেও বেশির ভাগ হজযাত্রীকে একা প্রবেশ করতে দেয়া হয়। ফলে হজ ক্যাম্পের মূল ফটকের বাইরে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে অপেক্ষায় ছিলেন।

Advertisement

উল্লেখ্য, এ বছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ জন।

আরও পড়ুন>> মক্কা-মদিনায় অবস্থানকালে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি

এসব যাত্রীর মধ্যে ৫০ শতাংশ রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও অবশিষ্ট ৫০ শতাংশ সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স পরিবহন করবে।

এবার হজযাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পরিবহনের জন্য বিমানের চারটি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

Advertisement

আরএম/জেডএ/এমএস