বিশ্বকাপে এবারের নিরাপত্তা নিয়ে একের পর এক প্রশ্ন উঠেই আসছে। কদিন আগেই আফগানিস্তান-পাকিস্তান ম্যাচের সময় গ্যালারিতে বসে সংঘর্ষে লিপ্ত হন দুই দলের সমর্থকরা। এর রেশ কাটতে না কাটতেই গতকাল (বুধবার) ঘটে গেছে অনন্য এক চিত্র।
Advertisement
চেস্টার লি স্ট্রিটে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে দ্বিতীয় ইনিংস চলাকালীন সময়ে মাঠের মধ্যে নগ্ন শরীরেই ঢুকে পড়েছিলেন এক দর্শক। মাথায় সবুজ এক টুপি পরে মাঠের মধ্যে একের পর এক ডিগবাজি খেতে থাকেন তিনি। এক পর্যায়ে কথাও বলেন ক্রিজে থাকা দুই কিউই ব্যাটসম্যান টম লাথাম ও মিচেল সান্টনারের সঙ্গে।
উদ্ভট এই লোককে আটকাতে বেশ হিমশিম খেতে হয় মাঠের নিরাপত্তাকর্মীদের। শেষপর্যন্ত ছয়-সাত জন লোক মিলে তাকে ধরতে সক্ষম হয় নিরাপত্তাকর্মীরা এবং তাকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি।
নিরাপত্তা নিয়ে এর আগে প্রশ্ন তুলায় তা নিয়ে বাড়তি কাজ করবেন বলে আশ্বাস দিয়েছিলেন আইসিসির প্রধান নির্বাহী ডেবিড রিচার্ডসন। কিন্তু সেই বাড়তি নিরাপত্তা থাকা সত্তেও এরকম ঘটনা কিভাবে ঘটতে পারে তার কোনো উত্তর এখনো দেয়নি তারা।
Advertisement
রিচার্ডসন বলেছিলেন, ‘নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন দলের সঙ্গে কাজ করছি। অবশ্যই মাঠের মধ্যে সব মানুষকে আটকে রাখাটা খুব কঠিন ব্যাপার। কিন্তু কোন মানুষের কাছে থেকে রাজনৈতিক স্লোগান বা ব্যানার পাওয়া গেলে আমাদের নিরাপত্তা দল তা খতিয়ে দেখবে।’
Well this went well. #CWC19 @RiversideDurham #EngvNl #streaker pic.twitter.com/3K0MVNrNcW
— Just Beef (@Ajk316) July 3, 2019এএইচএস/এসএএস
Advertisement