খেলাধুলা

৩৯ তম জাতীয় অ্যাথলেটিক প্রতিযোগিতা শুরু

স্বাধীনতা পদকপ্রাপ্ত ভাষা সৈনিক এ কে এম শামসুজ্জোহা স্মৃতি ৩৯ তম জাতীয় অ্যাথলেটিক প্রতিযোগিতা-২০১৫ শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন আয়োজিত তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা। প্রতিযোগিতায় ৩৬ টি ইভেন্টে বিভিন্ন জেলা ও প্রতিষ্ঠানের অ্যাথলেটরা অংশ নিচ্ছেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত ক্রীড়া চর্চা শারীরিক ও মানসিক প্রশান্তি এনে দেয়। ক্রীড়া শৈলী মানুষের ব্যক্তিত্বে থাকে পরিচ্ছন্নতার ছাপ। তিনি নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী হওয়ার পরামর্শ দেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ যে সুনাম অর্জন করেছে, ঠিক তেমনি বিশ্ব অ্যাথলেটিকে গৌরব অর্জন করতে হবে। এ ব্যাপারে বর্তমান সরকার সার্বিক সহায়তা অব্যাহত রেখেছে।পরে প্রতিমন্ত্রী বিভিন্ন ইভেন্টের খেলা উপভোগ ও বিজয়ী অ্যাথলেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম চেঙ্গিস, ক্রীড়া সংগঠক তানভীর আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এসআই/এসআইএস/পিআর

Advertisement