ধর্ম

দুনিয়া ও আখিরাতে সমস্যা সমাধানের উপায়

যখনই মানুষ চিন্তাযুক্ত হয় তখনই আল্লাহর স্মরণাপন্ন হয়। এটাই আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। বিপদের সময় নামাজ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আশা করা যায় আল্লাহ তাআলা বান্দার যাবতীয় বিপদ-আপদ তথা সমস্যা সমাধান করবনে। দুনিয়া ও আখিরাতে সব সমস্যায় সকাল-সন্ধ্যার একটি উপায় জাগো নিউজে তুলে ধরা হলো-দোয়াটি একটি কুরআনের আয়াত। যার আমল বান্দার জন্য অত্যন্ত কার্যকরী। আয়াতটি হচ্ছে-حَسبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيهِ تَوَكَّلتُ وَهُوَ رَبُّ العَرشِ العَظِيمِউচ্চারণ- হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আ`লাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আ`রশিল আ`যিম। (সূরা আত-তাওবাহ : আয়াত ১২৯)অর্থ : আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি তারই উপর ভরসা করেছি। আর তিনি মহান আরশের অধিপতি।ফজিলত : যে ব্যক্তি (আলোচ্য আয়াতটি) উক্ত দোয়াটি সকাল-সন্ধ্যায় ৭বার পড়বে আল্লাহ তায়ালা তার যাবতীয় চিন্তা ও সমস্যার জন্য যথেষ্ট হয়ে যাবেন। চাই সে ঐ সমস্যায় সত্যবাদী হোক বা মিথ্যাবাদী হোক। (আবু দাউদ)জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। গুরুত্বপূর্ণ দুআ ও আমল শিখুন। সুন্দর সুন্দর ইসলামি আলোচনা পড়ুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।এমএমএস/পিআর

Advertisement