বগুড়ার শিবগঞ্জে শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে প্রাণ হারিয়েছেন মোজাহার আলী (৪৫) নামের এক কৃষক। বুধবার রাত সাড়ে ১১টায় শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের বিলহামলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বিলহামলা নয়াপাড়া গ্রামের কৃষক মোজাহার আলী রাত ৮টার দিকে গ্রামের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে মাছ ধরতে যান। রাত সাড়ে ১১টার দিকে তিনি বাড়ি ফেরার পথে একই গ্রামের আব্দুর রাজ্জাকের মুরগির ফার্মে লাগানো বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মুরগির খামার মালিক বিষয়টি টের পেয়ে মোজাহার আলীর মরদেহ সেখান থেকে নিয়ে অন্যত্র সরানোর চেষ্টাকালে গ্রামবাসী টের পেয়ে যায়। তখন আব্দুর রাজ্জাক মরদেহ ফেলে পালিয়ে যান। স্থানীয়রা জানান, আব্দুর রাজ্জাক তার মুরগির খামারে শিয়ালের উৎপাত থেকে রক্ষার জন্য রাত ১০টার পর প্রতি রাতেই খামারের চারপাশে জিআই তারের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। বৃহস্পতিবার সকাল থেকে ঘটনাটি সমঝোতার জন্য ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় গ্রামের দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক বসে। বৈঠকে মৃত মোজাহার আলীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার মধ্য দিয়ে মরদেহ দাফনের অনুমতি দেন ইউপি চেয়ারম্যান।বুড়িগঞ্জ ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন জাগো নিউজকে জানান, এটা একটি দুর্ঘটনা। মৃত মোজাহার আলী গরিব মানুষ। সেই কারণে মরদেহ দাফন এবং জিয়ারতের খরচ দেয়ার জন্য রাজ্জাককে বলা হয়েছে। মোজাহার আলীর পরিবারও এ সিদ্ধান্ত মেনে নিয়েছে। শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জাগো নিউজকে জানান, ইউপি চেয়ারম্যান বিষয়টি জানালেও এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দেননি। লিমন বাসার/এসএস/পিআর
Advertisement