এই জুভেন্টাসই তো তার ঘরবাড়ি। তুরিনে কাটিয়েছেন ১৭টি বছর। সে মায়া কাটিয়ে গত বছর যোগ দিয়েছিলেন নেইমারদের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। তবে বছর না ঘুরতেই আবারও পুরোনো ঘরে ফিরলেন জিয়ানলুইজি বুফন।
Advertisement
৪১ বছর বয়সী ইতালির কিংবদন্তি এই গোলরক্ষক বৃহস্পতিবার তুরিনে ফিরেছেন মেডিকেল পরীক্ষার জন্য। সিরিআ চ্যাম্পিয়নদের শিবিরে যোগ দেয়ার আগে সেটা শুধু একটা আনুষ্ঠানিকতা।
গত বছরের মে মাসে জুভেন্টাস ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বুফন। কিংবদন্তি এই গোলরক্ষককে পাওয়ার সুযোগটা সঙ্গে সঙ্গেই লুফে নেয় পিএসজি। কিন্তু লিগ ওয়ান শিরোপাধারীদের সঙ্গে এক মৌসুমের বেশি থাকলেন না বুফন।
বয়সটা বেড়ে যাচ্ছে, তারপরও গ্লাভসজোড়া তুলে রাখার কথা ভাবছেন না বুফন। ইতালিতে নতুন জীবন শুরুর জন্য বেশ করেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। এখানে বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের সঙ্গে জুভেন্টাসের এক বছরের চুক্তি হবে।
Advertisement
আর সেটা হওয়ার পরই ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে বুফনের কাঙ্খিত সেই জুটিটির দেখা মিলবে। গত মৌসুমে রোনালদো যখন তুরিনে আসেন, তার আগেই জুভেন্টাস ছেড়ে পিএসজিতে চলে যান ইতালিয়ান এই গোলরক্ষক।
Medical visit for @gianluigibuffonhttps://t.co/uzlHGMKnwg pic.twitter.com/zI1BTAQ8sN
— JuventusFC (@juventusfcen) July 4, 2019এমএমআর/এমকেএইচ
Advertisement