রাস্তায় ছুটে চলেছে একটি গাড়ি। সেই গাড়ির সামনের কাচে ফণা তুলছে বিশালাকারের এক বিষাক্ত সাপ। গাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছে। কিন্তু গাড়ির চালকের বুদ্ধিমত্তায় সাপটি বেশিক্ষণ থাকতে পারেনি কাচের ওপর।
Advertisement
কায়দা করে সাপটিকে ফেলে দেয়া হয় গাড়ি থেকে। এ ঘটনার ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হতেই তা নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।
চলন্ত গাড়িতে বিশালাকার সাপ দেখে ঘাবড়ে না গিয়ে দ্রুততার সঙ্গে গাড়ি চালিয়ে যাওয়ার জন্য নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছেন চালক।
Is it legal to hitchhike in Kansas City? Asking for a (snake) friend. pic.twitter.com/uYrtUfDnIP
Advertisement
এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মিসৌরির কানসাস শহরের একটি রাস্তায়। দুই ব্যক্তি গাড়িতে করে যাওয়ার সময় তারা খেয়াল করেন, গাড়ির পাশ থেকে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে একটি বিশালাকারের সাপ। তবে এটি কোথা থেকে হঠাৎ গাড়ির কাচে এসে উঠে পড়লো তা জানা যায়নি।
তবে বেশ কিছুক্ষণ ধরে গাড়ির সামনের কাচে ফণা তুলে দাঁড়িয়ে থাকে সাপটি। এমন সময় চালক বুদ্ধি করে গাড়ির ওয়াইপার চালু করে দেন। যার ধাক্কায় গাড়ি থেকে ছিটকে পড়ে যায় সাপটি। ভিডিওতে দেখুন -
এসআইএস/জেআইএম
Advertisement