ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক কার্যক্রম পরিচালনা আইন, ২০০৬ সংশোধন না করা পর্যন্ত ক্যাবল নেটওয়ার্ক অভিযান পরিচালনা বন্ধের দাবি জানানো হয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এ সময় কোয়াবের ৬৪ জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Advertisement
লিখিত বক্তব্যে কোয়াবের সভাপতি এস এম আনোয়ার পারভেজ বলেন, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক কার্যক্রম পরিচালনা আইন, ২০০৬ বর্তমান সময়ের উপযোগী নয়। আইনটি যখন করা হয়েছিল, তখন ক্যাবল টিভি প্রযুক্তি বর্তমানের মতো আধুনিক ছিল না।
আইনটি অনুমোদনের সময়ই এর বিভিন্ন ধারা সংশোধনের দাবি জানিয়েছিল কোয়াব।
আরও পড়ুন>> রাজধানীর দুই রুটে বন্ধ হচ্ছে রিকশা
Advertisement
তিনি বলেন, অত্যন্ত দুঃখের বিষয়, প্রচলিত ক্যাবল টিভি আইনটি আজও সংশোধন করা হয়নি। বরং সে আইনের আলোকে এখন সারাদেশে ক্যাবল নেটওয়ার্ক টেলিভিশন নেটওয়ার্কের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধসহ এ সময় কোয়াব আরও বেশকিছু সুনির্দিষ্ট দাবি জানায়। সেগুলো হলো- ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনটি দ্রুত আধুনিক বিশ্বের সঙ্গে মিল রেখে সংশোধন করা, ক্যাবল অপারেটরদের সুবিধার্থে একটি কমিউনিটি চ্যানেলের অনুমোদনের ব্যবস্থা করা, ক্যাবল টেলিভিশন খাতকে শিল্প হিসেবে ঘোষণা করা, তাদের জন্য স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করা এবং ক্যাবল টেলিভিশন নেটওয়ার্কের আমদানি করা যন্ত্রপাতি শুল্কমুক্ত ঘোষণা করা।
পিডি/এমএসএইচ/পিআর
Advertisement