জাতীয়

‘আল্লাহর করুণার পাত্র হতে যাচ্ছি’

রাজধানীতে আশকোনায় হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা।

Advertisement

আগামীকাল (৪ জুলাই) থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। প্রতি বছরের মতো এবারও দুদিন আগে থেকেই হজ ক্যাম্পে আসছেন অনেক যাত্রী।

আজ বুধবারও, হজযাত্রীরা আসছেন। তাদের আনাগোনায় এখন মুখরিত হজ ক্যাম্প।

আরও পড়ুন > শাহজালালে তিন মিনিটেই ‘সৌদি ইমিগ্রেশন’

Advertisement

বুধবার সরেজমিন দেখা গেছে, একে অপরের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত হজযাত্রীরা। কেউ কেউ আত্মীয়-স্বজনদের সঙ্গে শলা-পরামর্শে ব্যস্ত।

রাজশাহীর তিন প্রতিবেশী এবার একসঙ্গে হজে যাচ্ছেন। তাদের একজন সোহরাব মন্ডল। আগামী ৫ জুলাই তার ফ্লাইট।

কথা হলো তার সঙ্গে। বললেন, আল্লাহর দুয়ারে তার করুণার পাত্র হতে যাচ্ছি। দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের কবুল ও মঞ্জুর করেন।

উল্লেখ্য, এ বছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ জন।

Advertisement

আরও পড়ুন > ব্যবসার নামে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করবেন না : রাষ্ট্রপতি

এসব যাত্রীর মধ্যে ৫০ শতাংশ রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও অবশিষ্ট ৫০ শতাংশ সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স পরিবহন করবে।

এবার হজযাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পরিবহনের জন্য বিমানের চারটি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

আরএম/জেডএ/জেআইএম